ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   সন্ধ্যা ৬:২৫ 

সর্বশেষ সংবাদ

দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনীসহ গ্রেফতার এক

নামিদামি দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনী সামগ্রী তৈরী হচ্ছে খোদ রাজধানীতেই। আর এসব নকল পণ্য পৌঁছে যাচ্ছে ঢাকার পাড়া মহাল্লার দোকান থেকে অভিজাত চেইন শপেও। যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। ব্যবহার না করা পর্যন্ত খালি চোখে সহজে বোঝার উপায় নেই এসব নকল প্রসাধনী। আর এই ভেজাল প্রসাধনী ব্যবহার করে নানাবিধ চর্মরোগে আক্রান্ত হচ্ছে মানুষ। বিশেষ করে শিশুরা আক্রান্ত হচ্ছে বেশী।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর কামরাঙ্গীর চরে অভিযান চালিয়ে দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনী তৈরি ও বাজারজাত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতের নাম মাহবুব রহমান।
অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান জানান, সোমবার সন্ধ্যায় কামরাঙ্গীরচর এলাকা থেকে বিপুল দেশী-বিদেশী ব্রান্ডের নকল প্রসাধনীসহ মাহবুবকে গ্রেফতার করা হয়।
অভিযানে উদ্ধার করা হয় বিদেশী Johnsons & Johnsons কোম্পানির Johnsons Shampoo, Johnsons Baby Shampoo, Johnsons Baby Oil, ভারতীয় Kumarika ব্রান্ডের Hair Oil, Dabur Amla ব্রান্ডের Hair Oil, চীনের । GUNGZHOU YILI কোম্পানির ALOE VERA GEL, স্পেনের Well’s ব্রান্ডের CASTOR OIL এবং দেশীয় প্যারাসুট ব্রান্ডের বেলী ফুলের কোকোনাট Hair Oil।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত