রাজধানীর যাত্রাবাড়ী ও মতিঝিল এলাকা থেকে ৫৮ কেজি গাঁজা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে যাত্রাবাড়ি এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ দুইজন এবং মতিঝিল এলাকা থেকে ৮ কেজি গাঁজাসহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ডিএমপি সূত্র জানিয়েছে ২৬ আগস্ট (বৃহস্পতিবার) সন্ধ্যা ছয়টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল থেকে ৫০ কেজি গাঁজাসহ এনামুল ও আশিকুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হবিগঞ্জ জেলা হতে গাঁজা সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে বলে জানিয়েছে পুলিশ।
একই দিন বিকেলে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ এর বিপরীত পাশে অভিভাবক ছাউনির সামনে থেকে আট কেজি গাঁজাসহ রিনা বেগম ও সুরাইয়া বেগমকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা এসব গাঁজা ঢাকা শহরের বিভিন্ন স্পটে সরবরাহ করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।