ঢাকা   মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০   রাত ১০:০৮ 

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ৩টি চোরাই গাড়িসহ ৩ জন গ্রেফতার

রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি চোরাই গাড়িসহ ৩ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মোহাম্মদ আনোয়ার হোসেন, মোহাম্মদ জসিম উদ্দিন ও মোহাম্মদ আলী। গ তাদের হেফাজত হতে ১ টি মাইক্রোবাস ও ২ টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

সঙ্ঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম জানান, ১৯ আগস্ট বৃহস্পতিবার রাতে গেন্ডারিয়া থানার কাঠেরপুল এলাকায় অভিযান চালিয়ে ১টি চোরাই মাইক্রোবাস‌ ও ১টি চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ আনোয়ার ও জসিমকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য মোতাবেক নিউমার্কেট থানার কাঁটাবন এলাকা আরও ১টি চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আনোয়ার বিভিন্ন কৌশলে গাড়ি চুরি করে জসিমের কাছে হস্তান্তর করে। জসিম চোরাই গাড়ি মোহাম্মদ আলীর গ্যারেজ হতে গাড়ির ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তন করে বিক্রি করে। যাতে পরবর্তীতে গাড়িগুলো ট্র্যাকিং করা সম্ভব না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত