ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   সন্ধ্যা ৭:৪৯ 

সর্বশেষ সংবাদ

স্বর্ণবার ডাকাতি: গোয়েন্দা পুলিশের ৫ কর্মকর্তা ফের রিমান্ডে

ফেনীতে ২০টি স্বর্ণবার ছিনিয়ে নেওয়ার অভিযোগে পাঁচ পুলিশ কর্মকর্তাকে আবার তিন দিনের রিমান্ডে নেওয়ার অনুমোদন দিয়েছে আদালত।
শনিবার দুপুরে ফেনীর সিনিয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালত এ রিমান্ড মঞ্জুরের পর আসামিদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে আদালত পুলিশের পরিদর্শক গোলাম জিনালী জানান।
তিনি জানান, তিন দিনের রিমান্ড শেষে শনিবার দুপুর মামলার পাঁচ আসামি জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মোতোহের হোসেন, উপ-পরিদর্শক মিজানুর রহমান, উপ-পরিদর্শক নুরুল হক, সহকারী উপ-পরিদর্শক অভিজিৎ বড়ুয়া এবং সহকারী উপ-পরিদর্শক মাসুদ রানাকে আদালতে আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন প্রত্যেক আসামির জন্য ৭ দিন করে ফের রিমান্ড আবেদন করে।
শনিবার দুপুরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে মামলাটি পিবিআই বা সিআইডিতে স্থানান্তরের জন্য জেলা পুলিশের পক্ষ থেকে আদালতে আবেদন করা হয়েছে। আদালতের সিদ্ধান্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “তদন্তের প্রয়োজনে মামলার বাদীকেও জিজ্ঞাসাবাদ করা হবে। বাদী কোথা থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করেছে, কবে করেছে, কীভাবে করেছে, কার কাছে বারগুলো বিক্রি করতে যাচ্ছিল, কেন ডিবি পুলিশ স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে বারগুলো লুট করেছে, এ বিষয়গুলো জানা প্রয়োজন।”
পুলিশ নতুন কিছু তথ্য পেয়েছে জানিয়ে তিনি বলেন, “সে-ই তথ্যগুলোও যাচাই-বাছাই করছে।”
মামলায় অভিযোগ করা হয়েছে, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশ গত ৮ অগাস্ট চট্টগ্রাম থেকে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথে ফেনীর ফতেহপুর রেলওয়ে ওভারপাসের নিচে তার গাড়ি থামিয়ে তল্লাশির সময় আসামি পুলিশ সদস্যরা স্বর্ণবারগুলো ছিনিয়ে নেয়।
এ ঘটনায় গত ১০ অগাস্ট চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় ২০টি স্বর্ণের বার ডাকাতির মামলা করেন। ওই দিন রাতেই আসামিদের গ্রেপ্তার করা হয়। একই দিন ডিবির অভিযুক্ত ছয় কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করে জেলা পুলিশ।
পরে পুলিশ কর্মকর্তা মো. সাইফুল ইসলামের বাসা থেকে ১৫টি স্বর্ণবার উদ্ধার করা হয়। ‘বাকি পাঁচটি স্বর্ণবার উদ্ধারের চেষ্টা চলছে’। বিডি নিউজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত