ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৯:২৯ 

সর্বশেষ সংবাদ

বংশালে ১২০ কেজি গাঁজা উদ্ধার

রাজধানীর বংশাল থানা এলাকা থেকে ১২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ। গ্রেফতারকৃতদের নাম মোঃ আবু হানিফ ও মোছাঃ নাসরিন সুলতানা। এ সময় তাদের হেফাজত হতে ১২০ কেজি গাঁজা উদ্ধার ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুর রহমান আজাদ জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বংশাল থানার ফুলবাড়ীয়া কেন্দ্রীয় ভেটেরিনারী হাসপাতাল এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী গাঁজা বিক্রির জন্য মাইক্রোবাসসহ অবস্থান করছে এমন খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের কোতয়ালী জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাইক্রোবাস রেখে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মাইক্রোবাস তল্লাশী করে ১২০ কেজি গাঁজা জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরে বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত