ঢাকা   বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১   রাত ৯:২৮ 

সর্বশেষ সংবাদ

ঢাকার বায়ুদূষণের একগাদা কারণ

রাজধানীর বায়ুদূষণের একগাদা কারণের কথা জানিয়েছেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক এ কে এম রফিক আহাম্মদ। হাইকোর্টে দেয়া এক প্রতিবেদনে তিনি জানান,২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত ঢাকার বায়ুমান বেশি খারাপ হয়েছে। বিশেষজ্ঞদের বরাত দিয়ে লিখিত প্রতিবেদনে তিনি জানান,ইটভাটা,রাস্তা খোঁড়াখুঁড়ি,যানবাহন,অবকাঠামো উন্নয়ন ও নির্মাণকাজ,বর্জ্য পোড়ানো বায়ুদূষণেরর অন্যতম উৎস।

বায়ুদূষণ রোধে আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি জানাতে আদালতের তলবে রোববার হাজির হয়ে এসব তথ্য জানান মহাপরিচালক।

প্রতিবেদনে বলা হয় যানবাহন ও নির্মাণকাজ বর্তমান সময়ে বায়ুদূষণের অন্যতম কারণ। এ ছাড়া রাজধানীর চারপাশে ইটভাটা,অনেক জায়গায় বর্জ্য পোড়ানোর ফলে দূষিত হচ্ছে বায়ু।

শুনানিতে পরিবেশ অধিদপ্তরের জনবল এবং অভিযান পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের স্বল্পতার কথা তুলে ধরা হয়। জানানো হয় অধিদপ্তরের জনবল কাঠামোতে ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা কিন্তু আছেন মাত্র ৩ জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রনালয়কে অনুরোধ জানানো হলেও তা কার্যকর হয় নি।

আদালত পরিবেশ রক্ষায় অভিযান পরিচালনার জন্য ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে জনপ্রশাসন সচিবকে নির্দেশ দেন। একমাসের মধ্যে এই পদায়ন সম্পন্ন করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত