ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৮:৩১ 

সর্বশেষ সংবাদ

রাজধানীতে ৫০ হাজার পিস ইয়াবা ৪০ কেজি গাঁজা উদ্ধার

রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা এবং মাতুয়াইল এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
ডিএমপির মতিঝিল গোয়েন্দা বিভাগ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকেলে মতিঝিল টিএন্ডটি কলোনীর ১নং মসজিদ গেটের পাশে ফকিরাপুল যাত্রী ছাউনীর সামনে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কিছু লোক পালাতে থাকে। তখন গ্রেফতার করা হয় সোহাগ ও কবিরকে।
গ্রেফতারকৃত সোহাগের কাঁধে থাকা ব্যাকপ্যাকের মধ্য থেকে উদ্ধার করা হয় ১৫০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস অর্থাৎ ৩০ হাজার পিস ইয়াবা। আর কবির হোসেনের হাতে থাকা শপিং ব্যাগের মধ্য থেকে উদ্ধার করা হয় ১০০টি জিপারযুক্ত ইয়াবার পলিপ্যাক। যার প্রতি প্যাকে ২০০ পিস করে অর্থাৎ ২০ হাজার পিস ইয়াবা। গ্রেফতারকৃতরা কক্সবাজারসহ দেশের সীমান্ত এলাকা থেকে ইয়াবা কিনে ঢাকা শহরের বিভিন্ন স্থানে পাইকারী ও খুচরা বিক্রি করে থাকে।
৪০ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার:

এদিকে কদমতলী থানার মাতুয়াইল এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- কাজী হামিদুল হক সুমন ও মোঃ ইমতিয়াজ। গোয়েন্দা পুলিশ জানায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাতুয়াইল কদমতলী বাসস্ট্যান্ডে এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ সুমন ও ইমতিয়াজকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা কুমিল্লা হতে গাঁজা এনে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত