রাজধানীতে হাজেরা নামের এক গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিত্রনায়িকা একাকে আটক করেছে হাতিরঝিল থানার পুলিশ। শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাঁকে আটক করে থানায় আনা হয়েছে। আর ভুক্তভোগী গৃহকর্মী হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ গোলাম আজম। জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ ফোন পেয়ে সন্ধ্যায় একা নামের এক নারীর বাসা থেকে গৃহকর্মী হাজেরাকে উদ্ধার করা হয়। এরপর আটক করে থানায় আনা হয় ঢাকাই সিনেমার একসময়ের এই নায়িকাকে।
সুচিকিৎসার জন্য হাজেরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিদর্শক মোহাম্মদ গোলাম আজম বলেন, গৃহকর্মী হাজেরাকে মারধর করায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।