ঢাকা   বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০   সন্ধ্যা ৬:১৩ 

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনাকে নিয়ে অপপ্রচার, ফ্রান্সে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের বিরুদ্ধে আইনী নোটিশ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে অসত্য প্রতিবেদন প্রকাশ করায় রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বিরুদ্ধে আইনী নোটিশ দিয়েছেন ফরাসি আইনজীবী মাদৌ কোনে।
গত ২ জুলাই আরএসএফ প্রকাশিত ‘ওল্ড টাইর‍্যান্টস, টু উইমেন এন্ড আ ইউরোপিয়ান: আরএসএফ আনভেইলস ইটস ২০২১ এডিশন অভ প্রিডেটরস অভ প্রেস ফ্রিডম’ নিবন্ধে শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে অসত্য বিবরণ দেয়ায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে না ১৫ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে এ নোটিশে। বাংলাদেশি বংশোদ্ভূত চার ফরাসি নাগরিক আবুল কাশেম, মজিবুর রহমান, মনজুরুল হাসান চৌধুরী এবং কয়েস দিলওয়ার হুসাইনের পক্ষে প্যারিসের আইনজীবী গত সোমবার (২৬ জুলাই) এই নোটিশ জারি করেন।
ফ্রান্সে অবস্থিত সংস্থা আরএসএফের প্রতিবেদনে বাংলাদেশ অংশের ত্রুটিগুলোর বিরুদ্ধে আইনগত নানাদিক উল্লেখ করে নোটিশে বলা হয়, ‘খোদ ফ্রান্সের আইন অনুযায়ীই এটি অপরাধ। কারণ সেদেশে ১৮৮১ সালের ২৯ জুলাই প্রণীত গণমাধ্যম স্বাধীনতা বিষয়ক আইন অনুসারে কোনো ব্যক্তি সম্পর্কে অসৌজন্যমূলক কোনো মন্তব্য জনসম্মুখে প্রকাশ নিষিদ্ধ।’
একই আইনের ২৯ ধারায় এ ধরনের কোনো বিবরণ বিবৃতি, হাতে লেখা, ছাপা, পোস্টার-প্ল্যাকার্ড বা অন্য কোনো আকারে প্রকাশ করাকে শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে।
প্যারিসে ইস্যু করা এই লিগ্যাল নোটিশে দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) থেকে ঐ প্রতিবেদনের বিরুদ্ধে দেয়া প্রতিবাদলিপিরও উল্লেখ রয়েছে।
উল্লেখ্য রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (ফরাসিতে রিপোর্টার্স স্যান্স ফ্রন্টিয়ারস- আরএসএফ) এই প্রতিবেদন প্রকাশের পর তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে গত ৯ জুলাই তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার আরএসএফ বরাবর প্রতিবাদলিপি পাঠান। সেখানে বাংলাদেশ নিয়ে অসত্য প্রতিবেদনটি অবলেপন করা অন্যথায় আইনী ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছিল।

1 COMMENT

  1. Honesty and professionalism of International rights organo
    Izatios in publishing such reports are no more beyond question. They are mostly out of touch with the ground reality of Bangladesh. They have hardly or no mechanism to go deep into the problems peculiar to Bangladesh. They are unaware of ongoing conspiracy against the security of Bangladesh; culture of political murder; emerging religious extremism, radicalism, and terrorism aimed at de-estabilizing the government; ongoing threat to the life of the Prime Minister; smear and utterly misleading campaign against the government in order to overshadow the achievements of the govt in the field of economic development, alleviating poverty, building development infra-structure, bringing about revolution in rural economy; digitalization of banking, trade & commerce- to name but few. Seen in the context pressfreedom and freedom of speech in Bangladesh, save in isolated cases of misuses (if any) made by inexperienced security officials, is quite open and unfeterred. No one is arrested by reason merely if speaking/ writing against the government. Routinely government is facing criticisms and explaining its position in the Parliament and before the people. One should keep in mind the party in power is the party that led the liberation was, made Supreme sacrifices. It’s commitments to secularism, multiculturalism, noncommunalusm and democracy is beyond question.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত