ঢাকা   বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১   বিকাল ৩:৫১ 

সর্বশেষ সংবাদ

দুদকের মামলা: পাসপোর্ট অধিদপ্তরের ডিএডি মোতালেব স্ত্রীসহ কারাগারে

অবৈধ সম্পদ অর্জনের মামলায় পাসপোর্ট অধিদপ্তরের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানকে কারাগারে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। দুদকের আদালত পরিদর্শক আমিনুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
পরিদর্শক বলেন, রোববার আদালতে দুই আসামি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত ৩০ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক বাদী হয়ে মোতালেব হোসেন ও তাঁর স্ত্রী ইসরাত জাহানের বিরুদ্ধে পৃথক দুইটি মামলা দায়ের করেন। মামলায় প্রায় চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন রাখার অভিযোগ আনা হয় মোতালেব দম্পতির বিরুদ্ধে।
মামলার এজাহারে বলা হয়, মোতালেব হোসেন ২০০৪ সালের ১১ মার্চ থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ৭৪ লাখ ২৬ হাজার ৫৪৯ টাকার সম্পদ অর্জন করেন। তিনি দুদকে জমা দেওয়া সম্পদের হিসাব বিবরণীতে ১০ লাখ ৭৯ হাজার ৩৭৮ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপন করেন। এ ছাড়া জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৪১ লাখ ২৩ হাজার ৩৮৯ টাকার সম্পদ অর্জন করে ভোগদখল করেন। দুর্নীতি দমন কমিশন আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে। অন্য মামলার অভিযোগে বলা হয়, মোতালেব হোসেনের স্ত্রী ইসরাত জাহান ২০০৯ সালের ৮ অক্টোবর থেকে ২০২০ সালের ৩০ জুন পর্যন্ত ৩ কোটি ৮ লাখ ১০ হাজার টাকার সম্পদ অর্জন করেন। দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ৯৯ লাখ ৯৮ হাজার ২৫৬ টাকার সম্পদের তথ্য গোপন করেন। সব মিলিয়ে তিনি জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত ৩ কোটি ৮ লাখ ১০ হাজার টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত