ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৮:৪২ 

সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে হাসেম ফুড কারখানায় অগ্নিকাণ্ডে মত্যুর মামলার তদন্ত শুরু করেছে সিআইডি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাশেম ফুড কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জনের প্রাণহানির ঘটনার কারণ শনাক্ত করতে ১০ টি বিষয় প্রাধান্য দিয়ে তদন্ত শুরু করেছে সিআইডি। শনিবার দুপুরে আগুনে পোড়া কারখানা পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান সিআইডির ডিআইজি ইমাম হোসেন।

সিআইডির ডিআইজি বলেন,তদন্তভার পেয়ে বিভিন্ন আলামতসহ মাঠ পর্যায়ে স্বাক্ষ্য ও তথ্য সংগ্রহ করার কাজ শুরু হয়েছে। অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ শনাক্ত করতে কয়েকটি বিষয় চিহ্নিত করে তদন্ত কাজ চলছে। সিআইডির তদন্তে যে কোন ব্যক্তি বা সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে। দ্রুত সময়ের মধ্যে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডের তদন্ত কাজ সম্পন্ন করার আশা প্রকাশ করেন সিআইডির এই কর্মকর্তা। এ সময় অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পুলিশের দায়ের করা মামলাটির তদন্তভার পুলিশ হেড কোয়ার্টার্সের নির্দেশে গত বৃহস্পতিবার সিআইডির কাছে হস্তান্তর করা হয়। দূর্ঘটনাস্থল পরিদর্শনের মধ্য দিয়ে সিআইডির তদন্ত দল আনুষ্ঠানিকভাবে তদন্ত কার্যক্রম শুরু করে।
সিআইডি পূলিশের ডিআইজি জানান, জুস কারখানায় আগুনে পুড়ে যাওয়া বিভিন্ন আলাতম সিআইডি ইতিমধ্যে সংগ্রহ করেছে। এগুলো ফরেনসিক করা হবে। তদন্তের প্রয়োজনে আগুন লাগার পর ভবন থেকে লাফিয়ে পড়ে আহত শ্রমিকসহ উদ্ধার হওয়া শ্রমিকদের সাথে কথা বলে আগুন লাগার কারণ অনুসন্ধান করা হবে। এতো হতাহতের জন্য কোম্পানীর ব্যক্তিগত গাফিলতি কতটুকু ছিলো তাও খতিয়ে দেখা হবে। মালিকপক্ষসহ অন্যকারো গাফিলতি পেলে ব্যবস্হা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত