ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   বিকাল ৪:৪৫ 

সর্বশেষ সংবাদ

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি

পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদের বদলির আদেশ জারি করা হয়। এর মধ্যে ঢাকা মহানগর গুলশান বিভাগে উপ-কমিশনারের দায়িত্বে থাকা সুদীপ কুমার চক্রবর্তীকে বগুড়ার এসপি করে পাঠানো হয়েছে। বগুড়ার এসপি মো. আলী আশরাফ ভুঞাকে বরিশাল মহানগর পুলিশে পাঠানো হয়েছে।
পিরোজপুরের এসপির দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার মো. সাইদুর রহমান। পিরোজপুরের এসপি হায়াতুল ইসলাম খানকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি মোহাম্মদ গোলাম আজাদ খানকে মানিকগঞ্জ জেলার এসপি করে পাঠানো হয়েছে। মানিকগঞ্জের এসপি রিফাত রহমান শামীমকে ঢাকা মহানগর পুলিশে বদলি করা হয়েছে।
পুলিশ সদরদপ্তরের এআইজি মো. শহীদুল ইসলামকে নোয়াখালীর এসপি করা হয়েছে। নোয়াখালীর এসপি মো. আলমগীর হোসেনকে পাঠানো হয়েছে ঢাকার এসবিতে।
শিল্পাঞ্চল পুলিশের ৪ নম্বর ইউনিটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনকে এক নম্বর ইউনিটে বদলি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত