চলে গেলেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডির নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
সুপ্রিমকোর্টের বিশেষ কর্মকর্তা সাইফুর রহমান জানান, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টায় ধানমন্ডির নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন মাহমুদুল আমিন চৌধুরী। তার বয়স হয়েছিল ৮২ বছর । তিনি এক ছেলে , মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
সোমবার সকাল সাড়ে ১০টায় সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তার মরদেহ সিলেটে নিয়ে যাওয়া হবে। এদিন বাদ এশা সিলেট হজরত শাহজালাল (রা.)-এর মাজারে তাকে দাফন করা হবে।
বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী বাংলাদেশের ১১তম প্রধান বিচারপতি ছিলেন। ১৯৮৭ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের উচ্চ আদালতে বিচারকের দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০১ সালের ১ মার্চ প্রধান বিচারপতি হিসাবে শপথ গ্রহণ করেন ও ২০০২ সালের ১৭ জুন অবসর গ্রহণ করেন।
তিনি ১৯৩৭ সালের ১৮ জুন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৬৩ সালে আইনজীবী হিসেবে সিলেট জেলা বারে যোগ দেয়া মাহমুদুল আমিন চৌধুরী ১৯৮৭ সালের জানুয়ারিতে হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ লাভ করেন এবং ১৯৯৯ সালের জুনে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন।