ঢাকা   মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১   বিকাল ৫:০৫ 

সর্বশেষ সংবাদ

ইয়াবাসহ কাশিমপুর কারাগারের কারারক্ষী গ্রেপ্তার

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে ১৮৭ পিস ইয়াবাসহ এক কারারক্ষীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে ইয়াবা নিয়ে কারাগারে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, গ্রেপ্তার শাহিনুর ইসলাম ঢাকার ধামরাই থানা বাধানগর এলাকার আব্দুল জলিলের ছেলে। তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এ কারারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।
গাজীপুর মেট্টোপলিটন কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান, ‘কারাগারের বাইরে থেকে আন্ডারওয়ারের ভেতর লুকিয়ে ইয়াবা ট্যাবলেট নিয়ে কারাগারের ভেতর প্রবেশ করছিলেন কারারক্ষী শাহিনুর ইসলাম। একপর্যায়ে কারাগারের মূল ফটকে দায়িত্বরত কারারক্ষীরা তাকে তল্লাশী করেন। এসময় ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ’
‘পরে কারা কর্তৃপক্ষ খবর দিলে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কারারক্ষী শাহিনুর ইসলামকে গ্রেপ্তার করে। এ ব্যাপারে কোনাবাড়ি থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত