ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   রাত ২:৪৮ 

সর্বশেষ সংবাদ

সিলেট- ৩ আসনে উপনির্বাচনে অংশ নেয়ায় বিএনপি থেকে শফি আহমেদ চৌধুরী বহিস্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমেদ চৌধুরীকে বহিস্কার করেছে দলটি। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানা হয়েছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দলীয় দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুষ্পষ্ট অভিযোগে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক জনাব শফি আহমেদ চৌধুরীকে জাতীয়তাবাদী দল-বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির পদসহ সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি প্রদান পূর্বক দল থেকে বহিস্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত ও শৃঙ্খলা অমান্য করার প্রেক্ষিতে গত ১৫ই জুন শফি আহমেদ চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল। উক্ত নোটিশের জবাবে তার বক্তব্য গ্রহণযোগ্য ও সন্তোষজনক হয় নি বিধায় তাকে বহিস্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
উল্লেখ্য সিলেট ৩ আসনের উপনির্বাচনে বিএনপি দলীয়ভাবে অংশ নিচ্ছে না। কিন্তু দলের সিদ্ধান্তের বাইরে সেখানে নির্বাচনে স্বতন্ত্র ভাবে অংশ নিচ্ছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শফি আহমদ চৌধুরী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলের সিদ্ধান্ত অমান্য করায় তাকে বহিস্কার করা হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত