নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক নেতা ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মুফতি জসিমউদ্দীন তানভীরকে জঙ্গি সংগঠনটির হবিগঞ্জ জেলার শীর্ষ স্থানীয় নেতা বলে জিনিয়েছে র্যাব।
তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঘনশ্যামপুর দারুল উলুম মাদ্রাসা থেকে বৃহস্পতিবার গভীর রাতে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৪ এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, তানভীর হবিগঞ্জের স্থানীয় মাদ্রাসায় লেখাপড়া শেষ করে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম চরমপন্থার উসকানি দেওয়ার প্লাটফর্ম হিসাবে ব্যবহার করে আসছিল।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।