রাজধানীর গুলিস্তান এলাকা থেকে গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো- মোঃ মাসুদ রানা (২৫), মোঃ মেহেদী হাসান (২৩) ও মোঃ ইউনুছ আলী (৪২)। এসময় তাদের হেফাজত হতে ২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
২৯ মে, (শনিবার) বিকেলে পল্টন মডেল থানার গোলাপশাহ্ মাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া সিনিয়র সহকারী পুলিশ কমিশনার শামসুল ইসলাম জানান,কয়েকজন মাদক ব্যবসায়ী গুলিস্তান এলাকায় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে গোপনসূত্রে খবর পেয় অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়।