ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৫:৩১ 

সর্বশেষ সংবাদ

ডিএমপির ৪ থানায় নতুন ওসি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, বাড্ডা, রুপনগর ও পল্লবী থানায় ৪ ওসিকে বদলি করা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন-মুগদা থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে অফিসার ইনচার্জ, বংশাল থানা; শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে অফিসার ইনচার্জ, রুপনগর থানা; রূপনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদকে অফিসার ইনচার্জ, বাড্ডা থানা ও বাড্ডা থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম (বার) কে পল্লবী থানার অফিসার ইনচার্জ হিসেবে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
একই আদেশে পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগ, ডিবি গুলশান বিভাগের পরিদর্শক মোঃ আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রুপনগর থানার পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।
উল্লেখ্য, বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বরিশাল র‌্যাঞ্জ এ বদলি হওয়ায় গত ১৮ মে থেকে পরিদর্শদক (তদন্ত) অফিসার ইনচার্জের দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত