ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১   বিকাল ৪:৩২ 

সর্বশেষ সংবাদ

দুইদিনে ৩৫ কেজি গাঁজা উদ্ধার

রাজধানীর গাবতলী মিরপুর আর শেরেবাংলা নগর থানা এলাকা থেকে দুইদিনে ৩৫ কেজি গাঁজা উদ্ধারের খবর জানিয়েছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের ওয়েব পোর্টাল ডিএমপি নিউজের প্রকাশিত খবরে এমন তথ্য জানা যায়। এতে বলা হয় রবিবার বিকেলে শেরেবাংলা নগর থানা এলাকায় বউ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো আশিকুর রহমান ও নাজমা বেগম ।


বউ বাজার গলি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া অতিঃ উপ-পুলিশ কমিশনার কায়সার রিজভী কোরায়েশী জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা নিয়ে শেরেবাংলা নগর এলাকায় অবস্থান করছে এমন খবর পেয়ে ডিবির একটি টিম শেরেবাংলা নগর থানার বউ বাজার গলি এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে গাঁজা সংগ্রহ করে তারা ঢাকা ও আশাপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
এর আগে শুক্রবার গাবতলি এলাকায় একটি পিকআপ গড়িতে তল্লাশী করে ৯ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করে দারুস সালাম থানা পুলিশ। এসময় গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ গাড়িটি জব্দ করে। গ্রেপ্তারকৃত আক্তার হোসেন রাছেল (২২) কিশোরগঞ্জের ভৈরব থেকে গাঁজা সংগ্রহ করে পিকআপে করে মানিকগঞ্জে দিকে যাচ্ছিল।
এছাড়া শনিবার রূপনগর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রুবেল মোল্লা (৩৫), মোঃ সিয়াম (৩১) ও মোঃ রাকিব (২৩)।
পুলিশ জানায় রাত ৯টার দিকে রূপনগর থানার আরিফাবাদ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে শনিবার রাজধানীর পল্টন এলাকায় ৫শ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পল্টন মডেল থানা পুলিশ। আব্দুল হালিম ও হাসি আক্তার এই দুজনকে আটক করা হয় বিজয়নগর এলাকা থেকে। তারা স্থানীয়ভাবে ইয়াবা বিক্রি করে বলে জানায় পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত