ঢাকা   শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১   ভোর ৫:৩৭ 

সর্বশেষ সংবাদ

বোরকা হিজাব পরে সন্তান কোলে নিয়ে অভিনব কৌশল, কুরিয়ারের মাধ্যমে পাঠানো ৬ হাজার ইয়াবাসহ নারী আটক

ঘড়িতে তখন বেলা আড়াইটা।নারায়ণগঞ্জ শহরের ডন চেম্বার এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের অফিসে এক নারী তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে বোরকা ও হিজাব পরা অবস্থায় এসে পার্সেল শাখার গুদাম থেকে আচারের প্যাকেটের বুঝে নেন। আর তখনই ওৎ পেতে র‌্যাবের সদস্যরা তাঁকে হাতেনাতে আটক করেন। আচারের প্যাকেটটি খুলতে বলেন। কিন্তু রাজি হননি ওই নারী। পরে আশপাশের লোকজনের উপস্থিতিতে এই আচারের প্যাকেটের ভেতরে পাওয়া যায় ছয় হাজার ইয়াবা ট্যাবলেট।
এই নারীকে আটক করা হয়েছে । তার নাম অরুণা আক্তার । বয়স ২৮। তিনি দীর্ঘদিন ধরেই কক্সবাজর থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা এনে বিক্রি করতেন। তার কাছ থেকে খুচরা বিক্রেতারা ইয়াবা নিয়ে যেতো।
আটক হওয়া অরুণা আক্তারের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং থানা এলাকায়। র‍্যাব জানিয়েছে, ওই নারী দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের কাজে সরাসরি জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
র‍্যাব-১১ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর হাসান শাহরিয়ার জানান, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান এসএ পরিবহনের মাধ্যমে নারায়ণগঞ্জের উদ্দেশে পাঠানো হয়েছে, এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবের গোয়েন্দা দল নজরদারি শুরু করে। বিষয়টি নিশ্চিত হয়ে র‍্যাবের গোয়েন্দা দলটি নারায়ণগঞ্জে এসএ পরিবহন কুরিয়ার সার্ভিস কার্যালয়ে অবস্থান নেয়। বেলা আড়াইটার দিকে অরুণা আক্তার নামে ওই নারী তাঁর শিশুসন্তানকে কোলে নিয়ে বোরকা ও হিজাব পরা অবস্থায় এসে পার্সেল শাখার গুদাম থেকে আচারের প্যাকেটের আড়ালে কৌশলে ইয়াবার চালানটি বুঝে নেন। এ সময় র‍্যাব তাঁকে হাতেনাতে আটক করে। এ মহিলার সঙ্গে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব। মাদক পাচারকারিরা নিত্যনতুন কৌশল নিচ্ছে । দিন কয়েক আগে বেদে নৌকার আড়ালে কক্সবাজার থেকে বিভিন্ন পথে নিয়ে আসা বড় একটি ইয়াবার চালান আটক করেছে র‍্যাব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত