আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মা ও বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের স্ত্রী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যু বার্ষিকী আজ । গতবছরের আজকের এই দিনে ৮৬ বছর বয়সে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (পুরাতন অ্যাপোলো হাসপাতালে) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোক করেন জাহানারা হক। ওই রাতেই তাঁকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস চিকিৎসাধীন ছিলেন তিনি। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।
আইনমন্ত্রীর পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার প্রধান আইনজীবী অ্যাডভোকেট সিরাজুল হক ২০০২ সালের ২৮ অক্টোবর পরলোক গমন করেন।।