সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিমকোর্ট বার) ২০২১-২০২২ বর্ষের নির্বাচন আগামী ১০ ও ১১ মার্চ বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন দাখিল এবং ওইদিন বিকাল সাড়ে পাঁচটায় মনোনয়ন বাছাই করা হবে। মনোনয়ন প্রত্যাহারে ৩ মার্চ দিন ধার্য রাখা হয়েছে।
সুপ্রিমকোর্ট বারের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে সভাপতি, সহসভাপতি ২টি ও সম্পাদক, কোষাধ্যক্ষ, সহ -সম্পাদক ২টিসহ মোট ৭ টি সম্পাদকীয় পদ, কার্যনির্বাহী সদস্য পদ ৭টি।
এরইমধ্যে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ সিনিয়র এডভোকেট আবদুল মতিন খসরুকে সভাপতি পদে ও এডভোকেট আব্দুল আলীম মিয়া জুয়েলকে সম্পাদক পদে মনোনয়ন দিয়েছেন ।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছেন। তারা সভাপতি পদে এডভোকেট ফজলুর রহমানকে ও সম্পাদক পদে (বর্তমান সম্পাদক) ব্যারিস্টার রৃুহুল কুদ্দুস কাজলকে মনোনয়ন দিয়েছেন ।
২০২০-২০২১ বর্ষে সভাপতি নির্বাচিত হন সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন ও সম্পাদক হন ব্যারিষ্টার রুহুল কুদ্দুস কাজল।
সিনিয়র এডভোকেট এ এম আমিন উদ্দিন এখন বাংলাদেশের এটর্নি জেনারেল। বাসস।