ঢাকা   শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১   রাত ৯:০৮ 

সর্বশেষ সংবাদ

সুপ্রিমকোর্ট বারে সভাপতি প্রার্থী হবেন ড. বশির আহমেদ

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচন করতে চান সমিতির সাবেক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ড. বশির আহমেদ। এ উপলক্ষে বুধবার সুপ্রিম কোর্ট বারের ২ নং হলে আইনজীবীদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বারের সাবেক সিনিয়র সহ- সভাপতি অ্যাডভোকেট ওয়াজি উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভার্চুয়াল বক্তব্য রাখেন বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঢাকা বারের সাবেক সভাপতি সিনিয়র অ্যাডভোকেট আবু সায়ীদ সাগর সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলি অ্যাডভোকেট প্রবীর কুমার হালদার ব্যারিস্টার আশরাফুল ইসলাম অ্যাডভোকেট শামীম সরদার। সভায় ড. বশির আহমেদ সুপ্রিম কোর্ট বারের আগামী নির্বাচনে সভাপতি পদে তাকে সমর্থন দেওয়ার অনুরোধ জানিয়ে সম্পাদক থাকাকালে বারের উন্নয়নে তার ভূমিকার কথা তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত