১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র প্রদর্শনী ও সন্ধ্যা ৬টায় স্বোপার্জিত স্বাধীনতা চত্বরে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী কর্মসূচী পালন করেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। এসব কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক মো: আল মামুন, সহ-সভাপতি শাহীন মাতব্বর, আনসার আলী, মাকসুদ হাওলাদার ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ নেতৃবৃন্দ।
মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন বলেন, “১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বাঙ্গালি জাতির জীবনে সবচেয়ে বড় আনন্দের ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধারা নিজেদের জীবন বাজি রেখে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিল। ত্রিশ লক্ষ শহীদের রক্ত ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছিলাম বাংলাদেশের লাল-সবুজের পতাকা। সেই জাতীয় পতাকা আবারও খামচে ধরতে চায় একাত্তরের পরাজিত অপশক্তি পাকিস্তানের দোসররা। সাম্প্রদায়িকতা ও মৌলবাদ আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের জন্য বিজয়ের মাসে শপথ হোক- স্বাধীনতা বিরোধী অপশক্তির সকল ষড়যন্ত্র আমরা রুখে দিবো। লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখবো। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সমগ্র দেশে তরুণ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চের সকল জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিট মহান বিজয় দিবস উপলক্ষে উক্ত কর্মসূচিগুলো ধারাবাহিক ভাবে পালন করবে।”প্রেস বিজ্ঞপ্তি।