ঢাকা   শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১   রাত ১২:৩১ 

সর্বশেষ সংবাদ

ব্যারিস্টার সুমনকে সতর্ক করলেন হাইকোর্ট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে সতর্ক করেছেন হাইকোর্ট। ভবিষ্যতে ফেসবুকে বিচার বিভাগ ও আইনজীবীদের সুনাম ক্ষুন্ন হয় এমন কোনো পোস্ট না দিতে বলা হয়েছে তাকে।

সূত্র জানায়, বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে ব্যারিস্টার সুমনকে সতর্ক করেন। একজন বিচারপতির ছেলের বিরুদ্ধে করা এক রিট আবেদনের ওপর শুনানিকালে তাকে সতর্ক করেন আদালত।

বুধবার শুনানির এক পর্যায়ে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম আদালতকে বলেন, ব্যারিস্টার সুমন ফেসবুকে ক্যাম্পেইন করে সুপ্রিম কোর্ট ও আইনজীবীদের হেয় করছেন। একজন আইনজীবী অপর একজন আইনজীবীর বিরুদ্ধে এভাবে প্রচারণা চালাতে পারে না।

এসময় আদালত বলেন, ফেসবুকে এসব দিবে কেন? আর এরকম করবেন না।

এ বিষয়ে ব্যারিস্টার সুমন কালের কণ্ঠকে বলেন, ‘আমাকে সতর্ক করে আদালত কোনো আদেশ দেননি। শুনানিকালে আদালত বলেছেন বিচার বিভাগ বা একজন সিনিয়র আইনজীবী নিয়ে এভাবে পোস্ট দেওয়া ঠিক হয়নি। ভবিষ্যতে এটা করবেন না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত