ঢাকা   মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২০ অগ্রহায়ণ ১৪৩০   রাত ৯:১১ 

সর্বশেষ সংবাদ

সাত বছরের শিশু ধর্ষণ মামলার আসামী কারাগারে

রাজধানীর বাসাবোতে সাত বছরের শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি জুবায়ের অহম্মেদ তালুকদারকে (২৫) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত্। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিল্লাত হোসেন এ আদেশ দেন।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে সিলেটের হবিগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জুবায়ের আহম্মেদ তালুকদার ঢাকার সিদ্ধেশ্বরী কলেজে আইন বিষয়ের শিক্ষার্থী। তাঁর গ্রামের বাড়ি হবিগঞ্জের লাখাই উপজেলার মোড়াকুড়ায়। ১৬ জানুয়ারি সকালে বাসাবোতে ধর্ষণের ওই ঘটনা ঘটে।

র‌্যাব-৩ এর সূত্র জানায়, গ্রেফতারকৃত জুবায়ের ওই শিশুদের বাসায় সাবলেট থাকতেন। গত ১৬ জানুয়ারি সকালে তার পাশের রুমে বসবাসকারী পরিবারের এক শিশুকে ফুঁসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করেন। ঘটনার পর তিনি পালিয়ে যান। শিশুটির বাবা জুবায়েরের বিরুদ্ধে সবুজবাগ থানায় ধর্ষণের মামলা করেন।

ধর্ষণের বিষয়ে তাৎক্ষণিকভাবে শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান। তিনি এ ব‍্যাপারে শিশুটিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে ঘটনার কথা স্বীকার করে।

এ ঘটনায় ২২ জানুয়ারি রাতে সবুজবাগ থানায় শিশুটির বাবা মামলা করেন এবং শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন।

এদিকে মামলার খবর পেয়ে ওই কলেজছাত্র হবিগঞ্জে পালিয়ে আসেন। এ বিষয়ে শিশুটির পরিবার র‌্যাব-৩ এর কাছে অভিযোগ করে। এর প্রেক্ষিতে র‌্যাব-৩ মোবাইল ট্র্যাকিংয়ে অবস্থান নিশ্চিত হয়ে হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গ্রেফতার করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সবচেয়ে আলোচিত