সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় গণস্বাস্থ্য কেন্দ্রের ডা. জাফরউল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদসভায় ডা.জাফরুল্লাহকে একজন উগ্র সাম্প্রদায়িক লোক হিসেবে অাখ্যায়িত করা হয়।
উল্লেখ্য সম্প্রতি বিভিন্ন সময় ডা. জাফরুল্লাহ সনাতন ধর্মাবলম্বিদের ভগবান শ্রীরাম চন্দ্র, রামায়ণ ও মহাভারত নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।
তার তীব্র প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন সংগঠন। জাতীয় প্রেসক্লাবের সামনে জাফরুল্লাহর বিরুদ্ধে মানববন্ধনে বক্তারা অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক ও হিংসা ছড়ানোর জন্য জাফরুল্লাহকে দায়ি করা হয়।
বক্তারা বলেন সমাজের একজন প্রতিষ্ঠিত ব্যাক্তির কাছে এমন বক্তব্য সত্যিই হতাশ করে। যে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে শেখ হাসিনার হাত ধরে, সেই বাংলাদেশে এমন সাম্প্রদায়িক ব্যাক্তি উন্নয়নের পথে অন্তরায়।
হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ, জাগো হিন্দুসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে বেলা ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ডা. জাফরুল্লাহর বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্যের নিন্দা জানিয়ে সমাবেশে সিদ্ধান্ত নেয়া হয় আগামী রবিবার ডা: জাফর উল্লাহ চৌধুরীর নামে উকিল নোটিশ পাঠানো হবে। ৩ দিনের মধ্যে যদি ক্ষমা না চান তাহলে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে ।