করোনা ভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) রাজধানী শান্তিনগর মোড়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।
বুধবার দুপুর ১২ টা হতে বেলা আড়াইটা পর্যন্ত শান্তিনগর মোড়ে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান মো: সাইদুজ্জামান এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সময় মাস্ক ব্যাবহার না করার অপরাধে গাড়ীর চালক, হেলপার এবং পথচারীসহ মোট ৯ জনকে ৯ টি মামলায় ১০,৫০০ টাকা জরিমানা করা হয়েছে।