নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি কর্তৃক ভগবান শ্রী রামচন্দ্র ও জন্মভূমি অযোধ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।
শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে হিন্দুদের বিভিন্ন সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা বলেন, নেপালের প্রধানমন্ত্রী ওলি ভগবান রামের জন্মভূমি নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিশ্বের কোটি কোটি হিন্দুদের অনুভূতিতে আঘাত দিয়েছেন। তারা অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য নেপালের প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান এবং নেপালবাসীকেও এর প্রতিবাদ করার অনুরোধ জানান। তারা বলেন নেপাল একটি হিন্দু রাষ্ট্র। নেপালের জনগণও ভগবান শ্রীরামকে নিয়ে তাদের প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য সহ্য করবে না।
প্রতিবাদসভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, ইউআরআই বাংলাদেশের সমন্বয়ক ড. মোহাম্মদ আব্দুল হাই, সাবেক রাষ্ট্রদূত ড. নিমচন্দ্র ভৌমিক,অধ্যাপক ধীরেন্দ্রনাথ বিশ্বাস প্রমূখ।
মানববন্ধনে হিন্দু ধর্ম সুরক্ষা পরিষদ,বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, বাংলাদেশ হিন্দু সমাজ সংস্কার সমিতিসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মিরা অংশ নেন।
উল্লেখ্য গত ১৩ জুলাই নেপালের প্রধানমন্ত্রী কে পি ওলি এক অনুষ্ঠানে বলেন, ভগবান রামের জন্ম অযোধ্যায় যা নেপালে অবস্থিত। তাঁর এই বিতর্কিত মন্তব্যে বিশ্বজুড়ে হিন্দুদের মনে ক্ষোভের সৃষ্টি হয়। বাংলাদেশেও বিভিন্ন হিন্দু সংগঠন এর প্রতিবাদ জানাচ্ছে। গত ১৭ জুলাই রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাগ্রত হিন্দু সমাজের উদ্যোগে প্রতিবাদসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।